এস এ মিশন, সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জে কবিতা পাঠ প্রতিযোগিতা ও সংগঠক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধর্মপুর ডিগ্রি কলেজের একটি হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করে প্রভাতফেরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ইব্রাহীম আলী সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার বরেণ্য সাহিত্যিক কবি সরোজ দেব, সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ ছামিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাউল কবি একরামুল হক,কাব্য রাসেল সহ অনেকে।
কবিতা পাঠ করেন নিসাত,রনি,মুহামিনুল ইসলাম মিলন,এন কে আকন্দ,খাদিজাতুল কোবরা,এস এ মিশন ইসরাত জাহান ইমা,তরুণ কবি ও নাট্যকার মুন্না খান সহ অনেকে।
উদিয়মান তরুণ সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কবি সরোজ দেব সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান অতিথি কবি সরোজ দেব শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতির তাৎপর্য তুলে ধরেন। এমন আয়োজনে সকলের প্রশংসায় ভাসছেন আয়োজকরা। শিক্ষার পাশাপাশি সকলকে সাহিত্যের দিকে অগ্রসর করতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।