স্বপ্নের দৌঁড় শেষে
লেখক- মামুন মোল্যা
দূরান্ত এক কিশোর; স্বপ্ন ধরতে কি না করেছে সে?
স্বপ্নের মোহনা পেতে
ছুটাছুটি করছে দিবারাত্রি
লেখা পড়াই একটি মাধ্যম পেয়েছে সে।
অ আ থেকে শুর করে বহুদুর ছুটেছে
ছুটা পথে বহু বন্ধু বান্ধবী ছুটে এসেছে,
এমন কি বহু রুপসী প্রেমিকা হতে ছুটে এসেছে
শুধু কি তাই? না !সংস্পর্শে ও এসেছে ।
সে ডাক্তার হতে চাই ,
বিশ্ব সেরা কণ্ঠ শিল্পী ও হতে চেয়েছে
শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ?
না! সে শ্রেষ্ট নায়ক হতে চাই
প্রেমিকার চোখে শ্রেষ্ট প্রেমিক হবে সেই চিন্তায় মগ্ন ।
অতীত তুচ্ছ ,
সংসার ধর্ম কঠিন বোঝা! ,যা স্বাধীনতা হরণ করে ;
বিবাহ অহেতুক কারাগার!
সেই বিবাহ অচেনা অজানা মনের মিলনহীন
শারীরিক মিলন বারবার!
মনের তৃপ্তিহীন সহবাস যা পশুর চরিত্র হার মানে।
প্রেম ঠিক আছে! যেনো স্বাধীন মাতৃভূমি!
যখন যাকে চোখে ধরে,
মন স্পর্শ করলে সহবাস উন্মুক্ত।
স্বপ্নের দেীড়ে সেই কিশোর আজ বিশ্ব সেরা বিজয় বীর !
দেীড় শেষে বড্ড ক্লান্ত! স্বজনদের রিক্তে ভরপুর ,
খ্যতির ছড়াছড়ি, যেনো বিদ্যুৎ চমকানি !
কিন্তু !
অবশেষে জয় করছে একাকীত্ব দুঃখের গল্প।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।