'স্বপ্ন'
রাশেদুল ইসলাম
আমি স্বপ্ন দেখি
জনতার স্বপ্ন হবার,
অত্যাচারির লৌহ কপাট
একনিমেষেই ভাংগিবার।
আমি স্বপ্ন দেখি ভোর আনিবো
সূর্য্য রবে মুঠোয়,
আলোক রশ্মি কারিবার তরে
হিংসুক রবেনা দুটোয়।
ছারিবো না হাল তুলিবো পাল
রংগে রাঙ্গাবো দুনিয়া,
মানুষ মাঝে আনিবো মমতা
একাত্ববোধের বীজ বুনিয়া।
আমি স্বপ্ন দেখি ওঝা হইবার
দুখের বিষ ঝারিবার,
দুঃখটারে শেষ করিবো
বীণ গড়িবো মারিবার।
কেহ রবে না বেদনায়
আনন্দে যাবে দিন,
অশ্রুর বদলে সূখ আনিবো
দুঃখ হবে ক্ষীণ।
জন্মাতে চাহি আমি
বঙ্গবন্ধুর ন্যায়,
মানব রুপী ঐ জানোয়ারে
ভয় যেন মোরে পায়।
দেয়াল যেন কম্পিত হয়
আমার চলন দেখিয়া,
হাজারো দুশমন শেষ করিবো
বজ্রের ন্যায় আসিয়া।
জন্মাতে চাহি আমি বারংবার
দুর্বলের শক্তি হইবার,
সবল নামের জানোয়ারকে
এক নিমিষে মারিবার।
গান্ধিজী বাচিবে আমার মাঝে
ন্যায় তুলিবো ঊর্দ্ধে,
মন্দটারে শেষ করিতে
গেলেও যাবো শৃঙ্গে।
হাজারো জনতার হক আদায়ে
নিজেকে করিবো বিলিন,
দুশমনেরা ভয় ভীতিতে
হয়ে যাবে অমলিন।
মানুষে মানুষে গড়িবো মিল
হিংসা রবে না ধরায়,
একে অপরে পরের তরে
যেন সুখের কানন গড়ায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।