স্বাধীনতা আমার

মোঃ লিয়াকত হাসান

স্বাধীনতা আমার ভোরের সূর্য,
লাখো শহীদের রক্ত পতাকা।
স্বাধীনতা আমার
বিদ্রোহী বাঙালীর গৌরবের গল্প,
মায়ের চোখের জলে লেখা।
স্বাধীনতা আমার
অগ্নি ঝরা রাজপথে-
বঙ্গবন্ধুর গৌরব দীপ্ত কন্ঠে,

আপোষহীন শানিত বাণী।

স্বাধীনতা আমার
৭১-রের রণাঙ্গনে
মুক্তিযোদ্ধার কালজয়ী শ্লোগান,
জয় বাংলার ধ্বনি।
স্বাধীনতা আমার
বাংলা ভাষা
ছোট্ট শিশুর মুখে,
আধো আধো বোল।
স্বাধীনতা আমার
শ্রমিকের ঘাম ঝরা মুখে
শান্তির পরশ বুলানো হাতে,
মায়ের আঁচল।
স্বাধীনতা আমার
বন্ধীনি মায়ের, আধারের শান্ত কোল।
স্বাধীনতা আমার
চির শিশুর প্রাণের হাসি,
উচ্ছল,আনন্দ,দোল !