প্রতিশ্রুতি                                                          শিউলী চক্রবর্তী


মন আজ পথ হারালো

নেইকো কোন ভালোবাসা
হৃদয় ভাঙ্গা ডাক পাঠালো
জাগবে না আর আশা।

ভালোবাসার ছলে বিদায়
মুচকি মুচকি হেসে
পেয়ে হারানোর ব্যথা
বুঝবি দিন শেষে!

জীবন নিয়ে মিছেই ভাবা
চিনে গেলাম আমি
চলতে হয় চলিও আমি
পথেই যেনো না থামি!

স্বপ্ন ছুঁয়ে হৃদয়পুরে
সকল দিবস রাত
ছিঁড়বে না মন প্রতিশ্রুতি
থাকবে নির্ভরতার হাত!

কথার ঝুড়ি হারিয়ে গেলো
হৃদয়পুর কুপো- কাৎ
সব বুঝেছি, সব পেয়েছি
নির্ঘুম যাত্রীর রাত।