আমরা প্রত্যেকে চায় আমাদের পরিবারে বা সমাজে বেড়ে উঠুক ভাল মানুষ যদের মানসিকতা হবে উদার।মনুষ্যত্বের পরিচয় দিবে আপোষ হীন।সমাজ মানুষের জন্য কিছু করবে।কিন্তু আসলে সেই চাওয়াটা থেকে যায় আমাদের মনের মাঝে আর বালিশের কোণে।যখন আমরা সমাজের জন্য বা মানুষের জন্য কিছু করতে যায় তখন আমাদের বাধা হয়ে দাড়ায় কিছু শিক্ষিত মানুষ।

যারা সমাজের জন্য কিছু করবে না,দাড়িয়ে থাকবে বাধা হয়ে।এই তো সেদিন একটি মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম কলেজের একজন লেকচারার বললেন “এই অনুষ্ঠান না করে নিজের বিয়ের অনুষ্ঠান ভাল করে কর”। যিনি এই কথা বললেন তিনি চাইবেন আমাদের সমাজ টা হোক মাদক মুক্ত,তার মেয়ে সুন্দর ভাবে স্কুল-কলেজ আসবে কেউ বিরক্ত করবে না।

আসলে তার চাওয়াটা কি কোন ন্যায়ের চাওয়া।তার মানসিকতায় আছে যুব সমাজ যেদিকে যাচ্ছে যাক।আমার মাসের বেতন পেলেই হবে।কখনো ভাবার সময় নেই আমরা কোন দিকে যাচ্ছি।আর যারা ভাবছে তাদেরও পথে পথের কাটা হয়ে দাড়াচ্ছে তারা।স্বেচ্ছাসেবা করতে এসে এমন হাজারো বাধার মুখে পড়তে হয়েছে আমাদের। আমরা যারা মানুষের জন্য কিছু করতে চায় তাদের মূলত প্রয়োজন অনুপ্রেরণা।এই অনুপ্রেরণা আমরা কেউ দেই না।

আমরা মুখে মুখে সমাজ পরিবর্তন চাইলেও ঠিকই বেশী করে বাঁধা হয়ে দাড়ায়। যদি আমরা কাজ করতে আসি। তখন এই সুশিল সমাজ তথা কিছু শিক্ষিতরা বলে আগে নিজের স্থান ঠিক কর।দেখবে সব ঠিক।আসলল এই কথাটুকু যৌক্তিক। আসলে কি নিজে ঠিক হলে সমাজ ঠিক হবে? এত সহজে। আমরা যারা সমাজে কাজ করতে চায় আর এভাবে বাধা আসে কেমন করে সম্ভব হবে আমাদের লক্ষ্য পূরন।

আমরা চাইলে কি পারিনা লেখাপড়ার পাশাপাশি মানুষের জন্য কিছু করতে।সারাদিন লেখা পড়া করেও আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে না যদি আমরা মানুষের জন্য কাজ না করি আর মানসিকতা কে পরিবর্তন না করি।যে সব বড় বড় অফিসার রা বলেন আগে নিজের স্থান ঠিক কর তারপর সমাজসেবা করো। তারাই মানুষের জন্য কিছু করে না ঘুষ খেয়ে নিজের মনুষ্যত্বে কে বেঁচে দেয়।

অসহায় মানুষেরা হয় তাদের কাছে পশুর সমান। তাদের কাছে একটু সাহায্যের জন্য ফোন দিলে সাথে সাথে ফোট কেটে দেয়।কিন্তু আমরা স্বেচ্ছাসেবকরা অপরিচিত ডাক্তার, অফিসারদের পায়ে পড়ে থাকি মানুষের কাজ করানোর জন্য।আমাদের সমাজ এমনি কেউ একটু সাহায্য করবে না আবার আমরা কেউ ভালকাজ ও মানুষের জন্য কিছু করতে গেলে টেনে ধরবে পেছন থেকে।একটা কথা ও কাজ দিয়ে সাহায্য করবে না। যদি কেউ ভালকাজে প্রশংসা করে আমরাও উৎসাহিত হয় ভাল কাজের জন্য।

কোন ভাল কাজ করতে হলে আগে প্রয়োজন আমাদের মানসিকতা।
মনুষ্যত্বের বিকাশে প্রয়োজন সুন্দর মানসিকতা। শিক্ষা আমাদের সার্টিফিকেট দেয় কখনো মনুষ্যত্ব তৈরি করতে পারে না।


মোঃ মাহমুদ হাসান সোহাগ
একজন ছাত্র ও প্রতিষ্ঠাতা ঐক্য-বন্ধন