পূজোর আনন্দ
বিপুল চন্দ্র রায়
পূজা এলে_
দেশজুড়ে ভাই,
আনন্দে মেলা।
পূজা এলে_
ঢাক বাজে ঢোল বাজে,
খোকা খুকি নাচে গায়।
পূজা এলে_
আনন্দের গান
ধিন তা ধিন,
আনন্দ হই চই।
পূজা এলে_
দেশজুড়ে ভাই,
আনন্দে মেলা।
পূজা এলে_
ঢাক বাজে ঢোল বাজে,
খোকা খুকি নাচে গায়।
পূজা এলে_
আনন্দের গান
ধিন তা ধিন,
আনন্দ হই চই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।