হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ– ফরিদপুরের মধুখালী উপজেলার তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপিিতত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সানজিদা আফরিনের স ালনায় সভায় বক্তব্য রাখেন পুরুষ সমাজ সেবক সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, মহিলা সমাজ সেবিকা প্রীতিকনা ভাদুড়ী, ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা আবু জাফর প্রমুখ।
উপস্থিত ছিলেন তথ্যকেন্দ্রের মাইন্ড ইনসপাইরেশন টু ন্যাশনাল এচিভমেন্ট (মিনা) গ্রæপের সদস্য এবং তথ্য কেন্দ্রের সকল কর্মকর্তাগণ।
সভায় জানানো হয়, তথ্যকেন্দ্রের টার্গেট অনুযায়ী ২০হাজার গ্রামীণ নারীদের তথ্য প্রযুক্তিমূলক সেবা প্রদান সম্ভব হয়েছে। ইতিমধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৫৫টি গ্রামে উঠান বৈঠক সম্পন্ন এবং ডোর টু ডোর সেবার মাধ্যমে মহিলাদের সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সমূহ জানানো হচ্ছে। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য লাল সবুজ.কম অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে গ্রামীণ নারীদের হাতে তৈরী পণ্য বিক্রিয়ের ব্যবস্থা করা হচ্ছে।