বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (বিএমটিটিআই) এর ৫১ তম বিষয় ভিত্তিক এবতেদায়ী শিক্ষকদের গনিত প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় বিএমটিটিআই এর প্রশাসনিক ভবনের নিচতলায় সম্মেলন কক্ষে ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএমটিটিআই এর সুযোগ্য অধ্যক্ষ, অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা বিভাগের মাননীয় যুগ্মসচিব জনাব বেগম শাহনওয়াজ দিলরুবা খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক ড.মোঃ ফজলুল হক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও সম্মানিত প্রশিক্ষকবৃন্দ প্রমুখ।
কোর্স পরিচালক সহকারী অধ্যাপক অমল কান্তি বড়ুয়া এর নির্দেশনায় এবং কোর্স সমন্বয়ক প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মোঃ হাসানুজ্জামান এবং কাজী মারজান।
এ সময় তারা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের আওতায় আনার দাবি করেন। এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১ গ্রেড যা এবতেদায়ী প্রধানের স্কেলও ১১ গ্রেড প্রদান করে সমন্বয় করা হয়েছে কিন্তু সহকারী শিক্ষকদের এখনো সমন্বয় করা হয়নি। সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন স্কেল ১৬ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম স্কেলের সমমান দেওয়ার দাবি করা হয়। তাছাড়া বর্তমানে এবতেদায়ী শিক্ষকদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এজন্য এই স্তরের সমন্বয় সময়ের দাবি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।