মোঃ রাকিব হাসান:  বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কবি নজরুল ইন্সটিটিউট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। করোনা মহামারী কারণে প্রায় দীর্ঘ দুই বছর পর নববর্ষের এই আয়োজন করা হয়। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত কবি নজরুল ইন্সটিটিউট এর মিলনায়তনে আজ সকাল ১০ টায় এই অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ জাকীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আবুবকর সিদ্দিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক জনাব নওরোজ মোহাম্মদ সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন। কবি নজরুল ইন্সটিটিউট এর সকল শিল্পী, কলা-কুশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অতিথিরা পহেলা বৈশাখ এর ইতিহাস সম্পর্কের আলোচনা করেন এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলা ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে এগিয়ে নেয়ার জন্যে সকলের প্রতি আহবান করেন। আলোচনা শেষে কবি নজরুল ইন্সটিটিউট এর বিভিন্ন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী দের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।