অমল কৃষ্ণ পালিত, যশোর প্রতিনিধি: যশোর সদরের বসুন্দিয়াৱ সেরা প্রাথমিক বিদ্যালয় সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে শিশু বরণ ও হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিশুদের বরণ করে নেওয়া হয়। ১৮ই জানুয়ারি বুধবার, প্রতিবছরের মত এক ভিন্নধর্মী বিনোদনমূলক বর্ণিল আয়োজনে ৪৫ জন শিশু শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। পর্যায়ক্রমে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ,দেশাত্মবোধক গান, ইসলামিক সংগীত কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনের মাধ্যমে সকল শিশুকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রফুল্ল করা হয়।
অতিথিবৃন্দ কর্তৃক প্রত্যেক শিশু-শিক্ষার্থীকে একটি গোলাপ ফুল, চার ধরনের পিঠা ও চকলেট প্রদান করা হয়। সকল শিশুদের সমন্বয়ে কেক কাটা হয়। সবশেষে প্রত্যেক শিশুকে হাতে খড়ি দেওয়া হয়। উৎসবমুখর এ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্কুল ও শিক্ষার প্রতি তাদের মননিবেশ বৃদ্ধির চেষ্টা চালানো হয়।
১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে হাতেখড়ি ও শিশু বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল টাটা (নিতা) কোম্পানি লিমিটেডের প্রশাসন বিভাগের নির্বাহী অফিসার মোঃ রিকন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, শিক্ষার্থীদের সম্মানিত মা ও ৪৫ জন শিশু-শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু আক্তারুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সহকারী শিক্ষক রজনী খাতুন, সোলায়মান হোসেন, শাহিন জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা আঞ্জুমান মল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।