আশিকুর রহমান আদনান, জবি প্রতিনিধি: মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানাদির মধ্যদিয়ে (১ বৈশাখ-১৪২৯ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল-২০২২খ্রিঃ) পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বাংলা নববর্ষ-১৪২৯।
পহেলা বৈশাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৯.৩০মিনিটে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ , বিভিন্ন অনুষদের ডিন,
ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টরগণ, শিক্ষক, শিক্ষার্থী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জবি কর্মকর্তা সমিতি, কর্মচারীসহ পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্ব-স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘প্রকৃতি’।
শোভাযাত্রায় পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়, এছাড়াও বড় আকারের ফুল, মৌমাছি, পাতা ছাড়াও বাঘ ও পেঁচার প্রতিকৃতি স্থান পায়। রফিক ভবনের নিচে প্রকাশনা প্রদর্শনী উদ্ভোদন করেন উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক। এরপর মুজিব মুক্তমঞ্চে দুপুর ২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।