পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (৮ মে) সকাল ১০টায় খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ।
আবাসিক শিক্ষার্থীরা তাদের হল কার্ড দেখিয়ে নিজ নিজ হলে প্রবেশ করতে পারবে। সেইসঙ্গে আজ থেকে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম। আর অ্যাকাডেমিক কার্যক্রম চালু হবে আগামী ১৫ মে থেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের প্রাশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
হলের শৃঙ্খলা রক্ষায় গতকাল শনিবার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার নেতৃত্বে দুটি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রথমটি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে এবং দ্বিতীয়টি বেলা ১১টায় প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।