এস আহমেদ ফাহিম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপি ‘ট্রেনিং এন্ড ওয়ার্কশপ অন আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর ) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।
প্রথম দিনের প্রশিক্ষণে নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘অনেক সূচকে আমরা এগিয়েছি, আরও ভালো করার জন্য আমাদের কাজ করতে হবে। নিয়মানুবর্তীতা ও একাগ্রতার সাথে সবাইকে কাজ করতে হবে,
তবেই আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, একই সঙ্গে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তখনই বিভিন্ন সূচকে আমরা এগিয়ে যেতে পারবো। এই প্রশিক্ষণ ও কর্মশালার সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন প্রশিক্ষণার্থী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এই আয়োজনের সফলতা কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।