ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মাদক প্রতিরোধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) রাত ৮টায় হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে ছাত্রলীগ কর্মী তানজিদ হায়দার জিৎ এর সঞ্চালনায় ইবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াশিম, ছাত্রলীগ নেতা বিপুল হোসেন খান, ছাত্রলীগ কর্মী বুলবুল আহমেদ, আসিফ আহমেদ শিমুল, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল-আমিন ইসলাম মিলন, হলের সিনিয়র শিক্ষার্থী বাংলা বিভাগের রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাদকের বিভিন্ন কুফল ও মাদক প্রতিরোধে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বলেন, মাদক সমাজটাকে ঘুণপোকার মত নষ্ট করে দিচ্ছে। তরুণরা যৌথ উদ্যোগ নিলে মাদকমুক্ত সমাজ গড়ে তো সম্ভব। স্মার্ট তরুণের কখনো মাদক স্পর্শ করে না। বর্তমানে আমাদের ক্যাম্পাসে মাদক বেড়ে গেছে। পরিবারের মত আমাদের এই ক্যাম্পাসটাকে মাদকমুক্ত করতে চাইলে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন হওয়া উচিত।