ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন গোস্বামী দুর্গাপুর গ্রাম থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) আনুমানিক বিকাল ৩টায় ওসি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের নির্দশনায় এস আই ইউসুফ আলী শাহীনের নেতৃত্বে এএসআই শেখ ইসলাম ও এএসআই গৌতম কুমার মন্ডল সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে তারা এ গাছ উদ্ধার করেন।

এ ঘটনায় গাঁজার গাছ চাষী গোস্বামী দুর্গাপুর গ্রামের মো: শেখের ছেলে মো: ইসরাফিল ইসলামকে গ্রেফতার করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) ১৮ (ক) ধারায় মামলা করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী লিজকৃত স্বত্ব দখলীয় পানের বোরজের মধ্য গাঁজার গাছ রোপন করে চাষাবাদ করছিল। ইবি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তা জানতে পারে এবং বিশেষ অভিযান চালিয়ে ১টি গাঁজার গাছসহ চাষকারীকে আটক করেন।
উদ্ধারকৃত গাছের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন শিকড়, ডালপালা ও পাতাসহ ১.৮ কেজি যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ হাজার টাকা।
এ বিষয়ে এসআই ইউসুফ আলী শাহীন বলেন, অনেকদিন ধরে পানের বোরজের জমিতে গাঁজার গাছ চাষ করে আসছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামীকে বুধবার (৬জুলাই) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) ১৮ (ক) ধারায় মামলা দিয়ে কুষ্টিয়া জেলা আদালতে হস্তান্তর করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।