আজ ২৩ মে ২০২২ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাঠকক্ষ “মনন” এ “বঙ্গবন্ধু কর্ণার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
এসময় আরো ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছামাদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাবেদ হোসেন এবং ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মো. মাসুম, অমর একুশে হলের ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ. মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ, হাউস টিউটর বৃন্দ, হলের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীগণ।
অমর একুশে হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ৬০ বর্গফিটের কর্নারে আছে জাতির পিতাকে নিয়ে লেখা বই, তাঁর নিজের হাতে লেখা কিছু চিঠির প্রতিলিপি এবং কিছু ঐতিহাসিক ছবি। এছাড়াও আছে একটি মনিটর, যেটি ব্যবহৃত হবে বিভিন্ন ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধুর ভাষণ এবং তাঁকে নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শনের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সবার উদ্দেশ্যে বলেন-“অমর একুশে হল এর সকল হাউস টিউটর বৃন্দ সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাহায্য ছাড়া কর্নারটি তৈরি করা সম্ভব হতো না।
তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আশাকরি হলের ছাত্ররা এই কর্নার ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন, আদর্শ এবং দর্শন সম্পর্কে জানবে এবং তাদের নিজের জীবনে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটাবে – এটিই হবে এই কর্নারের সফলতা।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।