পবিত্র মাহে রমাদান উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা এপ্রিল) অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, সমাজববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষক নজরুল ইসলাম এবং পিংকি রানী দে উপস্থিত ছিলেন।

বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নাছরুল হক বলেন, ইফতারের মাধ্যমে সকলের সাথে সু-সম্পর্ক, সুশৃঙ্খলতা বজায় থাকে। বন্ধুত্বের বন্ধন অটুট, শিক্ষকদের স্নেহ, ভালবাসা বৃদ্ধি পায়। রমাদানে ভালকাজ করা, মন্দকাজ থেকে বিরত থাকা সর্বোপরি একজন ভাল মানুষ হওয়ার শিক্ষা অর্জিত হয়।

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, মিলেমিশে কাজকরা, একজনের বিপদে আরেকজনের সাহায্য প্রভৃতি রমাদান শিক্ষা দেয়। রমাদানের বরকত, রহমতে বান্দা সিক্ত হয়। বান্দার পাপকর্ম মার্জনার এক সুবর্ণ সুযোগ হল রমাদান।