রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে এ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবছর ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে উত্তীর্ণ প্রার্থীসহ পোষা কোটাধারী ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে বিষয়ভিত্তিক ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কলা অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভূক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইনস্টিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।