রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ কিছুৃ বিধি-নিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় সকাল ৮টার পর ক্যাম্পাসে কোনো প্রকার ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে। কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মন্নুজান হলের পাশ দিয়ে বেগম খালেদা জিয়া হল হয়ে তুঁত বাগান সংলগ্ন রাস্তাটি চলাচলের জন্য উম্মুক্ত থাকবে। তবে, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন…রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৮টার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনমুখী সংলগ্ন সংযোগ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং অটোরিক্সাসহ কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না। পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহৃত গাড়িসমূহ এই নির্দেশের আওতামুক্ত থাকবে। পরীক্ষা চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ব্যক্তিগত গাড়িসমূহ পার্কিং এর জন্য সাবাস বাংলাদেশ ও জুবেরী ভবনের মাঠ ব্যবহার করবেন।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে বিশ^বিদ্যালয়ের পশ্চিম আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ভর্তি পরীক্ষার দিনগুলোতে তাদের আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র কাজলা গেট ব্যবহার করতে পারবেন এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেট এবং রোকেয়া হলের পেছনের রাস্তা (ফ্লাই-ওভার সংলগ্ন) ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিনোদপুর, কাজলা এবং স্টেশন বাজার এলাকার সকল কম্পিউটার এবং ফটোস্ট্যাটের দোকান ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বন্ধ রাখতে হবে। থানা ও জেলা সমিতি এবং অন্য কোনো সংগঠন থেকে বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরে কোন বুথ স্থাপন করা যাবে না। ভর্তি পরীক্ষার দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার লিফলেট বিতরণ বন্ধ রাখতে হবে।

উল্লেক্ষ্য, আগামী ২৫, ২৬ এবং ২৭ জুলাই রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলমকথা/সাজ্জাদ