শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘সোশ্যাল ওয়ার্ক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ শুরু হয়েছে আজ (৫ জানুয়ারি) থেকে।
শাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের উদ্যোগে ২য় বারের মতো ‘সোশ্যাল ওয়ার্ক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ বিষয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আন্তর্জাতিক সম্মেলন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ সম্মেলন শুরু হয়ে, চলবে শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ জন সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করবেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।