সিলেটের বন্যাদূর্গত্যদের মানুষের পাশে দাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন একযোগে কাজ করছে। ক্যাম্পাসসহ, খুলনার বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করে সিলেটে ত্রাণ সহায়তা দিতে যাবে।তাদের অর্থ সংগ্রহের কার্যক্রম অনলাইনে ও চলছে।ফেসবুকে ইভেন্ট খুলে এখন পর্যন্ত ২০ হাজার টাকা সংগ্রহ করেছে।

শুক্রবার (২৪ জুন) খুলনার আশেপাশের সকল মসজিদে দলে ভাগ হয়ে অর্থ সংগ্রহের কাজ শুরু করে। বিকালে মোট হিসাব করে দেখা যায় প্রায় ১ লাখ টাকা উঠেছে।
জানা যায়, কাগজের তৈরি ছোট ছোট বাক্স হাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া হতে ছোট ছোট দলে ভাগ হয়ে খুলনা শহর ও আশে পাশের সকল মসজিদে টিম পাঠানো হয়।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, জিরো পয়েন্ট, মোহাম্মদ নগর, গল্লামাড়ী, ময়লাপোতা, পাওয়ার হাউজ, নিউমার্কেট, সোনাডাঙা, শিববাড়ি, সহ খুলনার বিভিন্ন জায়গায় “ সিলেট বন্যার্তদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়” লেখা বক্স হাতে গিয়ে টাকা তুলছেন শিক্ষার্থীরা । তাঁদের লক্ষ্য , যেভাবেই হোক কিছু অর্থ সংগ্রহ করা । যা দিয়ে বন্যার্তদের মুখে তুলে দেওয়া যাবে খাবার ।এমন মহৎ উদ্যোগে সাড়াও দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ।

বাঁধন খুবি ইউনিটের সভাপতি ডানা সিকদার বলেন, সিলেট অঞ্চলের বন্যার ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই অবগত। এমতাবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সর্বোপরি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ এই দূর্যোগের দিনে এগিয়ে আসা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন, সাধারণ শিক্ষার্থী মিলে একসাথে কাজ করে সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

বাক্স হাতে টাকা সংগ্রহ করা শিক্ষার্থীদের একজন আবু বকর সিদ্দিক জানান , ক্যাম্পাসের বিভিন্ন সংঠন মিলে আজ খুলনার বিভিন্ন জায়গার মসজিদে বক্স নিয়ে টাকা তুলেছি। এই দূর্যোগের সময়ে বনার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি দেশের সকল পর্যায়ের মানুষের নিজেদের জায়গা থেকে এই সংকট কাটিয়ে উঠতে এগিয়ে আসা উচিত।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মুন্না বলেন , “সিলেটের বানভাসিদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মিলে খুলনা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ফান্ড কালেকশন করেছি । আমরা আজকে প্রায় ১ লাখ টাকা কালেক্ট করেছি এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে একটা অংকের টাকা নিয়ে বানভাসি মানুষের পাশে দাড়াতে সক্ষম হবো। তিনি আরও বলেন, সকল সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও আমাদের সাহায্যকারী সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য। এভাবে সবাই এগিয়ে এলে যেকোনো পরিস্থিতিতে সামাল দেওয়া যায়।

এছাড়াও আরও জানা যায় যে, তারা একটি ইভেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করছে সেটি এখনো চলমান। “যে যেখানেই আছি আমরা, নিজ নিজ অবস্থান ( ব্যক্তি, সংগঠন, গ্রুপ পর্যায়) থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিপদের দিনে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। আমরা আপনাদের সাহায্য পৌঁছে দিতে চাই বন্যার্ত সিলেট বাসীর কাছে” ।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
★ Agrani A/C: 0200014927762
★ বিকাশঃ
01828-990188 (সাচি)
01735-747994 (দেবাশীষ)
01916-371498 (মেহেদী)
★নগদঃ
01828-990188 (সাচি)
01735-747994 (দেবাশীষ)
01916-371498 (মেহেদী)
★রকেটঃ
01735-747994 (দেবাশীষ)