হাবিবুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপাচার্যের এক বছর পুর্তি উপলক্ষ্যে বর্ষপরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ প্রাঙ্গনে এ বর্ষপরিক্রমা অনুষ্ঠিত হয়।
বর্ষপরিক্রমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের এক বছর পুর্তি উপলক্ষ্যে তাদের অনুভূতি তুলে ধরেন। তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে মাননীয় উপাচার্যের এক বছরের বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধুমাত্র একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারে না, সম্মিলিত প্রয়াসে এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়। দৃঢ় প্রত্যয় রেখে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজ ভূমিতে যাবেই। বিশ্ববিদ্যালয় ভবনে নয় নির্মিত হয় মননে। পৃথিবীর অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস হয়। জননেত্রী শেখ হাসিনা ইন্টারনেটকে জনগণের দোরগোড়ায় এনে দিয়েছেন। সেই সূত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  কোভিডকালীন সময়ে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছিল। এছাড়াও তিনি আধুনিক শিক্ষার সাথে সমিল রাখার স্বার্থে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ম্যানেজমেন্ট ঘোষণা করেন।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।