আর এম রিফাত, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র মৈত্রী। সোমবার  (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মোর্শেদ, অর্থ-সম্পাদক রিপন রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা খাবারের বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু তাদের এ দিকে নজর নেই। তাদের নজর বড় বড় বিল্ডিং নির্মানের দিকে। আজকের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাদের যদি পুষ্টিকর খাবার দেওয়া না হয় কিভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। খাবারের মান বৃদ্ধির জন্য আমি প্রশাসনের কাছে ডাইনিংয়ের ভর্তুকি বাড়ানো এবং খাবার মনিটরিং সেল গঠনের দাবি জানাচ্ছি।

এদিকে দুপুর ২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা খাবারের মান বৃদ্ধি সংক্রান্ত সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর প্রদান করেছে।

দাবি গুলো হলো, হলের ডাইনিং সমূহে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্ব মূল্য নির্ধারণ। শিক্ষার্থীদের সাথে পরামর্শ ব্যতিরেকে ও প্রশাসনের অনুমতি ছাড়া হলের ডাইনিং সমূহে প্রায়ই হঠাৎ মূল্যবৃদ্ধি বন্ধ। ক্যাম্পাসে অবস্থিত হোটেল ও হলের ডাইনিং সমূহে পুষ্টিকর খাবারের মান নিশ্চিত করণ। খাবার পরিবেশনের স্থান ও রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও হলের ডাইনিং সমূহে ভর্তুকি বৃদ্ধি। ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত হোটেল সমূহে খাবারের মূল্য প্রশাসন কর্তৃক নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করণ। হলের ডাইনিং সমূহে ও ক্যাম্পাসের অভ্যন্তরের হোটেল সমূহে খাদ্যের মান ও দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠন পূর্বক নিয়মিত তদারকি করা।