চারুকলা বিভাগের শিক্ষার্থীদের শিল্পকর্মে মুগ্ধতা ছড়াচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারী। কাগজের ভাজে বিভিন্ন রঙ বেরঙয়ে ফুটিয়ে তুলেছে এ শিল্পকর্ম । এমন শিল্পকর্মে নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে।
দর্শনার্থী হিসেবে প্রদর্শনীতে আসা লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজিফা সুলতানা বলেন, চারুকলা বিভাগ বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার পর থেকেই তারা নান্দনিক সৌন্দর্য উপহার দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের শিল্পকর্ম প্রদর্শনী যেটা আমাদেরকে প্রাণবন্ত করেছে। তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে পাশাপাশি শিল্পকর্ম সংস্কৃতি এগিয়ে যাক এই প্রত্যাশা থাকবে।
জানা যায়, ইবির ইতিহাসে প্রথমবারের মতো চারুকলা বিভাগ এই আয়োজন করে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। যেটি চার দিনব্যাপী ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্পকর্ম প্রদর্শন করা হয়।
যেখানে প্রদর্শন করা হয়েছে লাইন-ওভাল ড্রইং, পেনসিল স্কেচ, ব্যাসিক ডিজাইন, ফোক আর্ট, পোস্টার কালার চিত্র এবং ওয়াটার কালারের চিত্রসহ আরও নানান শিল্পকর্ম।
প্রদর্শনী অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নিসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের প্রভাষক রাইহান উদ্দিন ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেল।
চারুকলা বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। সবার থেকে ভাল সাড়া পেয়েছি যা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।
চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবার এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভাগের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নিসার হোসেন বলেন, আমরা যখন ঢাকাতে আউটডোরে কাজ করার জন্য জায়গা পায় না। এত যানবাহন, এত শব্দদূষণ সবমিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে শিল্পচর্চার বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া শিল্পচর্চার জন্য খুবই উপযোগী। একটা উদার মন নিয়ে নবীন বিভাগটি এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে সকলকে পরিপূর্ণ বিকশিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমরা প্রত্যাশা রাখি চারুকলা বিভাগ বিশ্ববিদ্যালয়কে সৃজনশীল কিছু উপহার দিবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।