আর এম রিফাত, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ৯ ও ১০ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটি থাকায় আগামী ১১ জুন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। এছাড়াও
২ ও ৩ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট ৯ দিন ছুটি পাচ্ছেন। এই বন্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খোলা থাকছে বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী- পহেলা জুন থেকে ১৩ জুন পর্যন্ত মোট ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৯ দিন দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সেই ছুটি কমিয়ে ৪ থেকে ৮ জুন পর্যন্ত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।