ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার (৮ মে) খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস ও আবাসিক হলসমূহ। পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও ওইদিন বুদ্ধ পূর্ণিমার ছুটির কারণে ক্লাস শুরু হবে ১৬ মে (সোমবার) থেকে।
সোমবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৫ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ থাকবে। ১৬ মে (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে।’
উল্লেখ্য, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ক্লাস এবং ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিস ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।