প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করছে ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা । মঙ্গলবার ( ১৭ মে) বেলা সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগের টেন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলটি ক্যাম্পাসস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন, আলামিন জোয়াদ্দার, তৌকির মাহফুজ মাসুদ, মোস্তাফিজুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। কেন্দ্রের নির্দেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল কর্মসূচি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৫ এ ভূষিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।