যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতির নির্বাচন স্থগিত করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। একই সাথে কর্মচারী সমিতির কার্যালয় সিল গালা করা হয়েছে। কিন্তু উপাচার্যের আদেশকে উপেক্ষা করে আজ (১৯ অক্টোবর) নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ হুমায়ূন কবির। এতে আগামী ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার(১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতি গত ৮ অক্টোবর তারিখে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের উদ্দেশ্যে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করে। তত্ত্বাবধায়ক কমিটির সাথে প্রথম বৈঠকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জানতে পারেন যে, উক্ত কমিটি যবিপ্রবি কর্মচারী সমিতির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের ধারা-খ অনুযায়ী গঠিত হয়নি এবং এ কমিটির আত্তীকরণের কোনো ক্ষমতা না থাকলেও বিধি বর্হিভূতভাবে তারা দুই জন সদস্যকে আত্তীকরণ করেন।এছাড়া,তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তত্ত্বাবধায়ক কমিটির বিরুদ্ধে কর্মচারীদের একটি পক্ষ লিখিতভাবে অভিযোগ দেন।উক্ত তত্ত্বাবধায়ক কমিটি কর্মচারীদের নির্বাচন সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে ৭-১০ দিনের সময় নিলেও সমস্যা সমাধান না করে নির্বাচনের তফসিল ঘোষণা করার চেষ্টারত। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা করছে।এছাড়াও গঠিত নির্বাচন কমিশনের কতিপয় সদস্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত চলমান এবং কারো কারো বিরুদ্ধে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড কর্তৃক শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতিশিঘ্রই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেণ্ডার অনুযায়ী সকল বিভাগের সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, যবিপ্রবির শান্তি শৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বজায় রাখতে কর্মচারী সমিতির নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ আচরণ,শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ আজ (১৯ অক্টোবর) থেক কার্যকর হবে।

উল্লেখ্য যে,যবিপ্রবি কর্মচারী সমিতির নির্বাচন -২০২২ উপলক্ষে গত ১১অক্টোবর তত্ত্বাবধায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।