যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ০২:০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রাভেল ও স্ট্রিট ফটোগ্রাফার এহসানুল সিদ্দিক অরণ্য। সংগঠনটির জনসংযোগ সম্পাদক অনন্যা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতি খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে আয়োজকরা ফটোগ্রাফি সম্পর্কে বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।একইসাথে প্রশিক্ষক ফটোগ্রাফি ও ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন কলা কৌশল, ব্যাসিক ফটোগ্রাফি, কম্পোজিশন, ভিজুয়াল স্টোরিটেলিং, ফোকাসিং, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড.মো.আশরাফুজ্জামান জাহিদ বলেন, ফটোগ্রাফি প্যাশনের জায়গা। যেকোনো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যম ফটোগ্রাফি।ফটোগ্রাফি যাদের প্যাশন তাঁদের সফলতা কামনা করছি। আমরা চাই তোমাদের ছবি তোলা ছবি আন্তর্জাতিক পর্যায়ে উঠুক। যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস.এম সামিউল আলম, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসেইন,যবিপ্রবির ফটোগ্রাফার রাজিব মন্ডল, যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক আবির হাসান সাজিদ, স্টুডেন্ট এডভাইজার মো: তাওহিদুজ্জামান রাব্বিসহ সংগঠনটির সকল সদস্য ও অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।