শিহাব উদ্দিন সরকার (যবিপ্রবি): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করেছে। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে। এর আগে শুক্রবার প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

প্রথম মেধাতালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর দুপুর ১২:০০ টা থেকে ১১ নভেম্বর রাত ১১ঃ৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র ৭ নভেম্বর দুপুর ১২:০০ টা থেকে ১২ নভেম্বর বিকাল ০৪:০০ টার মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

গুচ্ছভুক্ত এ মেধাক্রমে ‘এ’ ইউনিটে প্রথম হয়েছে মেহেরুন্নেসা তৃপ্তি যার মোট নম্বর ৯৩.৭৫। ‘বি’ ইউনিটে প্রথম হয়েছে নরেশ চন্দ্র কুণ্ড যার প্রাপ্ত মোট নম্বর ৮০.৫০ এবং সি ইউনিটে প্রথম হওয়া সুমাইয়া নুসরাত সুমনার মোট নম্বর ৯০.৭৫।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যাবতীয় তথ্য https://admission.just.edu.bd/ এই লিংকে প্রবেশ করলে জানা যাবে।