চীনে মহামারী করোনার প্রাদুর্ভাবের পর দেশে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীরা ফের দেশটিতে ফিরতে পারবেন। চলতি সেপ্টেম্বর এবং আগামী অক্টোবর মাসে কয়েক দফায় এসব শিক্ষার্থীদের ফেরার ব্যবস্থা করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) পরারাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল এবং চীনা স্টেট কাউন্সিলর ওয়াং ই’র সফল বৈঠকের পর এই সুযোগটি সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর ঢাকা থেকে কুনমিং এবং ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজু রোডে চার্টার্ড ফ্লাইটে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।
এসব চার্টার্ড ফ্লাইটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ফ্লাইটের পরে প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
এদিকে ঢাকায় নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরত নিতে ৬টি চার্টার্ড ফ্লাইট সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ঢাকায় পৌঁছাবে। তিনি তার ফেসবুকে একটি চার্টার্ড বিমানের ছবিও প্রকাশ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।