গত ০২ এপ্রিল, ২০২১, ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা মহামারিতে স্বাস্থ্য অধিদপ্তর তথাকথিত স্বাস্থ্যবিধি মেনে প্রায় ১ লাখ ১৬ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা সম্পন্ন করে।

ভর্তি পরীক্ষার একদিন পরেই অর্থাৎ ০৪ এপ্রিল, ২০২১ আনুমানিক রাত ৯ টায় পরীক্ষার ফল প্রকাশিত হয়। আর এই ফলাফলে দেখা দেয় বড় রকমের অসঙ্গতি। যেখানে একজন পরীক্ষার্থীর ৭০-৭৫ নম্বর পাওয়ার কথা ছিলো সেখানে ফলাফল আসে ৬০-৬৫। এমনকি কোথাও তার চেয়েও কম। অঅর্থাৎ প্রায় ১০-১৫ নম্বরের অসঙ্গতি। আর এটা শুধু হাতে গোনা কয়েকজন পরীক্ষার্থীর সাথেই ঘটেনি। বরং প্রায় সহস্রাধিক পরীক্ষার্থী এই অসঙ্গতির শিকার। আর এদের মাঝে বেশিরভাগই বিগত শিক্ষাবর্ষের পরীক্ষার্থী। যাদের অনেকের নয় প্রায় সবার মূল লক্ষ্যই ছিলো মেডিকেল কলেজ প্রাঙ্গণ।

এই অসঙ্গতির কারণে যোগ্যরা অযোগ্যের কাতারে পড়ে গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগে অভিযোগ করেও এর কোনো আশানুরূপ সমাধান পাওয়া যায়নি। এই অসঙ্গতির সমাধান না হলে দেশের শিক্ষাব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হবে। তাই এমতাবস্থায় আমাদের দাবিঃ-

১. মেডিকেল ভর্তি পরীক্ষার প্রতিটি সেট প্রশ্নের সঠিক উত্তর পুনঃযাচাই পূর্বক প্রতিটি উত্তরপত্র পুনরায় স্বচ্ছতার সহিত যাচাই।
২. পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানের ব্যাখ্যাসহ পূর্নাঙ্গরুপে প্রশ্নপত্রের উত্তর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ।
৩. ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে তা স্থগিতপূর্বক পুনরায় ফলাফল ও মেধাক্রম প্রকাশ।