অবশেষে ‘নেকু’-কে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীলেখা। বললেন, এই সেই কালপ্রিট ‘নেকু’ যাকে নিয়ে আজকের এত ইস্যু।” ছবির পাশাপাশি একটি ভিডিওও পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
যেখানে তিনি তাঁর আদরের প্রাণীকে বলছেন, ‘নেকুমা একটু কামড়াও তো দেখি।’ এদিকে আদর পেয়ে গড়াগড়ি খেতে দেখা গেল তাঁকে। কখনও আদর করে শ্রীলেখার পা চাটতেও দেখা গেল ‘নেকু’ -কে।
ঘটনাটির বিবরণ দিয়ে একটি ফেসবুক লাইভ করেন অভিনেত্রী। লাইভে কান্নাকাটিও করেন তিনি। এরপরেই শ্রীলেখার এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। কুকুরটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তাঁর ক্যাপশানে নায়িকা লিখেছেন ‘নেকুমা একটু কামড়াও তো দেখি’।
এই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীলেখা তাঁর পোষ্যকে উদ্দেশ করে বলছেন, ‘নেকু মা তোমাকে নিয়ে এই রকম বলছে কেন! তুমি এক মিষ্টি মেয়ে। তোমাকে নিয়ে এই রকম বলছে দুষ্টু লোকেরা। একটু কামড়াও নেকুমা।’ এদিকে কুকুরটি আনন্দে গড়াগড়ি খাচ্ছে আবার কখনও শ্রীলেখার কোলের কাছে বসে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।