সাবেক স্ত্রী কিংবা বিশেষ বন্ধু নয়, এবারের বড়দিন মেয়ে ইরা এবং তাঁর প্রেমিক নুপূর শিখরের সঙ্গে একই পোশাকে বড় দিন পালন করলেন বলিউড সুপারস্টার আমির খান। তাদের সঙ্গে ছিলেন ইরার আরেক ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি পাল।
ইরা সামাজিকমাধ্যম ইনস্ট্রাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, ঘরের মধ্যে দাঁড় করানো একটি টেলিস্কোপ ধরে হাঁটু গেড়ে বসে রয়েছেন এই চারজন। আমির ও নূপুরের পরনের পায়জামা একেবারে হুবহু এক। অন্যদিকে,
ইরা এবং তার বান্ধবী স্মৃতির পায়জামাও পরস্পরের সঙ্গে ম্যাচিং। ঘরের কাঁচের দেওয়ালের বাইরে পাইন গাছ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনও পাহাড়ি অঞ্চলে রয়েছেন তারা।
অন্য একটি ছবিতে নীলরঙের একটি পুলওভার এবং জগার্স প্যান্ট পরে সেই টেলিস্কোপের সামনে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন আমির। আর হাতে ধরা ছোট্ট একটি গিফট বক্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।