কথা রেখেছেন নির্মাতারা। বছরের শেষদিন প্রকাশ্যে এসেছে ‘লাইগার’-এর ঝলক। সেই ঝলকেই লুকিয়ে চমক। ইতোমধ্যে সাড়া ফেলেছে নেটপাড়ায়। গত ২৯ ডিসেম্বর মোশন পোস্টারের সাহায্যে জানানো হয়েছিল ৩১ ডিসেম্বরেই ছবির কিছু ঝলক প্রকাশ্যে আসবে প্রথমবারের মতো।

আর মাত্র একদিনের মধ্যেই সেই ঝলক দেখে ফেলেছেন ২ কোটিরও বেশি মানুষ। সেই সঙ্গে ইউটিউবেও রয়েছে ট্রেন্ডিংয়ে। সোশ্যাল মিডিয়ায় নতুন রেকর্ড গড়ে ফেললেন তেলেগু ছবির সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের অশেষ ধন্যবাদ জানিয়ে বলেছেন- ‘আই লভ ইউ’।

এই ছবিতে ‘অর্জুন রেড্ডি’খ্যাত তেলগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ড ছাড়াও রয়েছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। ‘লাইগার’-এর হাত ধরে তেলেগু ছবির জগতে প্রবেশ করেছেন অনন্যা।

২০২২ সালের ২৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ঠিক চার বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের ২৫ আগস্ট মুক্তি পেয়েছিল বিজয় দেবেরাকোন্ডার ছবি ‘অর্জুন রেড্ডি’, যা রাতারাতি তাকে স্টার করে তুলেছিল গোটা দেশে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘লাইগার’ও। তবে কবীর সিং মুক্তি না পেলে হয়ত এতখানি জনপ্রিয়তার মুখ দেখতে পেত না ‘অর্জুন রেড্ডি’।