প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন রাখি সায়ন্তর স্বামী আদিল দুরানি। আদিল আপাতত জেলে। তার বিরুদ্ধে মামলায় লড়ছেন রাখি।

 

রাখি ও আদিল কখনো প্রেমে মজেছেন, কখনো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করে ভাইরাল হয়েছেন। এবার স্বামীকে জেলে ঢুকিয়ে আনন্দে ক্যামেরার সামনে নাচলেন রাখি। সেই ভিডিওটিও ভাইরাল হতে দেখা গেছে। নাচের সময় তার গায়ে ছিল হলুদ টপ ও জিন্স। মুখে মেক-আপ ও সুসজ্জিত চুল।

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘নিজের স্ত্রীকে কাঁদিয়েছে, তার গায়ে হাত তুলেছে, এখন জেলের ঘানি টানতে হচ্ছে তো? এজন্যই কখনো নিজের স্ত্রীকে কাঁদাতে নেই!’
ভিডিওতে রাখির চোখেমুখে ছিল আনন্দের ছাপ। তিনি বেশ মজা করেই ভিডিওটি বানিয়েছেন।

আদিল-মামলায় সম্প্রতি কান্নাকাটি থেকে সরে এসেছেন রাখি। আদালতে মামলা লড়ছেন তার বিরুদ্ধে। এমনকি বিয়ের কনের সাজে ক্যামেরার সামনে এসেছেন তারকা। জমকালো লেহেঙ্গা পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরোতেও দেখা যায় তাকে।