বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার সাঈদ তারেক পরিচালিত ‘দ্য গ্রান্ড ফান শো’ এখন জনপ্রিয়তার তুঙ্গে।

পাক্ষিক এই কমেডি অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হচ্ছে এটিএন বাংলায়। চলমান সমাজের বাস্তবতা নিয়ে হাসি-আনন্দের মধ্য দিয়ে উপস্থাপিত হয় দ্য গ্রান্ড ফান শো।

অত্যাধুনিক প্রযুক্তির যুগে টেলিভিশনের হাসি আনন্দের একটি কমেডি অনুষ্ঠান জনপ্রিয়তা তো দূরের কথা দর্শকদের কাছে পরিচিত করাই বড় কঠিন কাজ। কেননা অনলাইন, সামাজিক মিডিয়া, প্রাইভেট টিভি চ্যানেলগুলোতে সব সময়ই সব ধরনের অনুষ্ঠান দেখা যায়। ইউটিউবে স্পর্শ করলে যা খুশি তাই দেখা যায়। আর এক্ষেত্রে অনুষ্ঠানের পরিচালক সাঈদ তারেক সফলতার পরিচয় দিয়েছেন।
সাঈদ তারেক তার অতীতের অভিজ্ঞতা, মেধা ও পরিশ্রম দিয়ে দ্য গ্রান্ড ফান শো দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন।

তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করাচ্ছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাসকে দিয়ে। পরিচালক প্রতিটা পর্বে অভিনয়শিল্পী নির্বাচন করতেও ভুল করেননি। এভাবে হাঁটি হাঁটি পা পা করে দ্য গ্রান্ড ফান শো দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

জনপ্রিয় দ্য গ্রান্ড ফান শো অনুষ্ঠান নিয়ে পরিচালক সাঈদ তারেক বলেন, আমি এ অনুষ্ঠান পরিচালনা করি আমার দায়িত্ববোধ এবং চেতনা থেকে। বিস্তৃত এই সাংস্কৃতিক জগতে কে কি করল সেটা আমি দেখি না।

দেশ ও মানুষের প্রতি আমার কিছু প্রতিশ্রুতি আছে। হাসি আর আনন্দের মধ্য দিয়ে শিক্ষণীয় কিছু ম্যাসেজ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ সেবায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
আজকে সমাজে যে অবক্ষয়, যে অনৈতিক কর্মকাণ্ড সেটা থেকে উত্তরণের প্রচেষ্টাও থাকতে হবে। এসব বিষয় নিয়ে আপস করতে পারি না। এটাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ।

 

কলমকথা/ বিথী