অনন্ত বর্ষাকে ফুলদিয়ে বরণ / মালয়েশিয়া
আলোচিত সিনেমা দিন দ্যা ডে আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে মুক্তির অপেক্ষায়। সিনেমা টির প্রচার ও মালয়েশিয়া প্রবাসীদের সাথে দেখার জন্য। মালয়েশিয়া পৌঁছে অনন্ত বর্ষা। মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাদের কে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয় স্থানীয় ১৩ সেপ্টেম্বর সকাল ৮ টায় মালয়েশিয়া পৌঁছান এই তারকা জুটি।
অনন্ত-বর্ষা মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দাতু জুল কিফলির নেতৃত্বে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন জহুরবারু কমিউনিটি নেতা মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া, দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের প্রতিনিধি, রবিন হাওলাদার,মেহেদী হাসান, সালাহউদ্দিন আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।