ভারতের সিনেমা তারকাদের এক ঝলকের মূল্যই লাখ টাকা। আর তাদের এক সন্ধ্যা ধরে রাখতে চাইলে গুনতে হয় কোটি কোটি টাকা। এখন এমনই ট্রেন্ড চালু হয়েছে দেশটিতে। বলিউডের তারকারা অভিনয় এবং বিজ্ঞাপনে মুখ দেখিয়ে অর্থ উপার্জন করা ছাড়াও বিভিন্ন বিয়ে কিংবা অনুষ্ঠানে অংশ নিয়ে, নাচ-গান করে কোটি কোটি টাকা আয় করছেন।

বিত্তশালীরা তাদের ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানে তারকাদের আমন্ত্রণ করে থাকেন। এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। সেই সম্মানীর হিসাব প্রকাশ করেছে ভারতের বিনোদন কেন্দ্রিক একটি সংবাদমাধ্যম। বিয়ের বাজার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে বলিউড তারকাদের কদর কেমন? দেখে নিতে পারেন এই প্রতিবেদন থেকে
শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানও সাধারণত বড় অনুষ্ঠানের নিমন্ত্রণে না করেন না। একবেলা নেচে-গেয়ে অতিথিদের মাতিয়ে রাখতে পারিশ্রমিক নেন তিন কোটি রুপি।
হৃত্বিক রোশন
জানা গেছে, বলিউডের গ্রিক দেবতা খ্যাত তারকা হৃত্বিক কোনো অনুষ্ঠানে নাচার জন্য নেন প্রায় আড়াই কোটি রুপি।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড-হলিউড মিলিয়ে আন্তর্জাতিক এ তারকা কোনও অনুষ্ঠানে গেলে নেন প্রায় আড়াই কোটি রুপি।

অক্ষয় কুমার
বলিউড খিলাড়ি প্রতি অনুষ্ঠানে চার্জ করেন প্রায় আড়াই কোটি রুপি।
সালমান খান
জমকালো অনুষ্ঠান মিস করেন না বলিউড ভাইজানও। একদিনের পারিশ্রমিক হাঁকান ২ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন
কোনও অনুষ্ঠানে গেলে দীপিকা পারিশ্রমিক নেন ১ কোটি রুপি।
রণবীর সিং
অনুষ্ঠানে অভিনেতা রণবীর সিংয়েরও কদর অনেক। চার্জ করেন ১ কোটি রুপি।

সূত্র: বলিউড লাইফ.কম

 

কলমকথা/বি সুলতানা