এবার বাংলাদেশের সিনেমা হলেও মুক্তি দেয়া হতে পারে ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘আরআরআর’। ফেসবুকে এক পোস্ট দিয়ে এমন তথ্য জানিয়েছেন দেশের মেধাবী পরিচালক অনন্য মামুন। শুক্রবার (২৫ মার্চ) নিজের পোস্টে মামুন লেখেন, ‘আরআরআর বাংলাদেশের সিনেমা হলে দেখা যাবে….চুক্তি শেষ, এবার অনুমতির অপেক্ষা।’
এদিকে, দক্ষিণী দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘আরআরআর’ গত শুক্রবার (২৫ মার্চ) ভারতীয় সিনেমা হলগুলোতে মুক্তি পায়।
বিখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি’র এই সিনেমা মুক্তির প্রথম দিনেই গড়েছে অবিশ্বাস্য রেকর্ড। প্রথম দিনে এই সিনেমা আয় করেছে ২২৩ কোটি ভারতীয় রুপি। সিনেমাটিতে বলিউড থেকে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং অজয় দেবগন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।