![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/b647da4d-8f43-4f50-bc8e-f6c5b7e87c0c_nn.jpg)
‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার
‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার
অবশেষে মুক্তি পেল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার। রোববার ছবিটির দ্বিতীয় পর্বের ট্রেলার প্রকাশ করেছে নির্মাতারা। এ সিনেমার ট্রেলারে নজর কাড়লেন সঞ্জয়-রবিনার নতুন লুক।
এর আগে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। ৮০ কোটি টাকায় তৈরি হয়েছিল কন্নড় এ সিনেমা। প্রথম ছবি ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ। প্রথম সিনেমার পর তৈরি হয়েছিল ছবির পরবর্তী চ্যাপ্টার নিয়ে কৌতূহল।
সঞ্জয়-রবিনার নতুন লুক সেই কৌতূহল আরও বাড়িয়ে দেয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে পেছাতে থাকে সিনেমা মুক্তির তারিখ। শেষ পর্যন্ত আসছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। রোববার মুক্তি পাওয়া এ সিনেমার ট্রেলারে নজর কাড়লেন তারা তিনজন।
চ্যাপ্টার ২-এর ট্রেলার মুক্তির সঙ্গে জানান হলো এটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। চ্যাপ্টার ১’-এর যশের চরিত্র রকির উত্থান দেখানো হয়েছিল। এরপর থেকেই ‘চ্যাপ্টার ২’র কাহিনি শুরু। পুরনো গল্পের সূত্র ধরেই ট্রেলারের শুরুটা দেখানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।