বলিউডের হার্টথ্রুব জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও জুটি বাঁধতে চলেছেন তারা। মহামারি না হলে এতদিনে এক ছাদের নিচে বাস করতেন তারা।

আলিয়া-রণবীরের প্রেমের সম্পর্কটা বলিউডে ওপেন সিক্রেট। সিনেমা নিয়ে এত ব্যস্ততার পরও দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়।

কাজ করতে গিয়েই প্রেমে মজেছেন এ জুটি। তাদের সম্পর্কে ভক্তদের নতুন তথ্য দিয়েছেন বলিউড প্রযোজক করণ জোহর। যেটি শুনে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য!

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে— আলিয়া-রণবীর জুটির আসন্ন সিনেমা ব্রহ্মাস্ত্র। বহুল আলোচিত সিনেমাটি মুক্তি পাওয়ার আপেক্ষায়। বিগ বাজেটের সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর। তিনি সম্প্রতি একটি গোলটেবিল আলোচনায় এ সিনেমার পেছনে অভিনেতা-অভিনেত্রীদের ত্যাগের কথা জানিয়েছেন।

করণ জানান, সাত বছর ধরে সিনেমাটিতে কাজ করছেন আলিয়া ও রণবীর। আলিয়ার বয়স যখন ২১ তখন তিনি ব্রহ্মাস্ত্রে চুক্তিবদ্ধ হন। এখন বলিউড নায়িকার বয়স ২৮।

অনুপমা চোপড়ার সঙ্গে ব্রহ্মাস্ত্র সিনেমা নিয়ে গোলটেবিল বৈঠকে রণবীর বলেন, ছবির পরিচালক আয়ান মুখার্জি সাতটি বছর প্রতিটি দিন সিনেমার জন্য কাজ করেছেন।

করণ জোহর বলেন, রণবীর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও সাতটি বছর সময় দিয়েছেন এই সিনেমার জন্য। এর মধ্যে কত জল কত জায়গায় গড়িয়েছে, সরকার বদলেছে কিন্তু ব্রহ্মাস্ত্র তার জায়গায়ই রয়েছে।

রণবীরের প্রেমিকা আলিয়া সম্পর্কে করণ বলেন, ব্রহ্মাস্ত্রের মধ্য দিয়ে আলিয়া বড় হয়েছেন। তিনি যখন সিনেমাটি শুরু করেন তখন ছিলেন অনেকটা শিশুর মতো। এখন তিনি সেলিব্রিটি। যখন তিনি ছবিতে চুক্তিবদ্ধ হন তখন বয়স ছিল ২১ বছর আর যখন মুক্তি পাবে তখন বয়স হবে ২৯ বছর।