বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তর কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধ হস্ত তার।

এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল। আদিবাসীদের পোশাক নিয়ে ঠাট্টা করে তোপের মুখে পড়েছেন রাখি। ঝাড়খন্ডের কেন্দ্রীয় সারনা সমিতি রাখির নামে এফআইআর দায়ের করেছে।

আদিবাসী পোশাকে রাখির একটি ভিডিওকে কেন্দ্র করেই এই ঝামেলার শুরু। ওই ভিডিওতে আদিবাসী পোশাক পরে, ওই সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঠাট্টা করছেন তিনি। তার সেই ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সারনা সম্প্রদায়ের মানুষরা। রাখির বিরুদ্ধে অভিযোগ- তার ভিডিও অত্যন্ত অশ্লীল, যা আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানজনক।

১৯৮৯ সালের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন অনুসারে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ওই সংস্থা। এবারই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে এক টিভি শোয়ে ঋষি বাল্মিকী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন রাখি সাওয়ান্ত।