![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/412cc617-1425-47ae-a90d-3ee06c1a52da_nn.jpg)
অভিনেত্রী লেডি গাগা
অভিনেত্রী লেডি গাগা
মার্কিন পপ সুপারস্টার ও জনপ্রিয় অভিনেত্রী লেডি গাগা। ‘হাউস অব গুচ্চি’ ছবিতে পাতরিৎজিয়া রেজ্জানি চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন লেডি গাগা। কিন্তু এবারের অস্কারের মনোনয়ন তালিকাতেই জায়গা পাননি গাগা। তবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার তালিকায় আছে লেডি গাগার নাম।
৯৪তম অস্কার মঞ্চে লেডি গাগার পাশাপাশি পুরস্কার বিতরণের জন্য চূড়ান্ত হয়েছেন আমেরিকান অভিনেতা রামি মালেক, কেভিন কস্টনার, ক্রিস রক, জন লেগুইজেমো, অভিনেত্রী উমা থারম্যান,
জোয়ি ক্রাভিৎস, রোজি পেরেজ, কস্টিউম ডিজাইনার রুথ ই. কার্টার, ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস এবং চীনা বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা সিমু লিউ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।