অস্কারে যাচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘গোর’। যার ইংরেজি নাম ‘দি গ্রেভ’। ৯৪তম অস্কার আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সিনেমাটি।

প্রথমবার বাংলাদেশের কোনও সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা গাজী রাকায়েত। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তি পেয়েছিল ‘গোর’।

 সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, শামীম তুষ্টি প্রমুখ।