বিনোদন প্রতিবেদক: ইভেন্ট ইউ এস এ আয়োজিত ৭ম আন্তর্জাতিক নারী দিবস সন্মাননা পদক অনুষ্ঠানে “আ্যাওয়ার্ড পেলেন নৃত্যশিল্পী উর্মি নুসরাত”। অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

গত ১২ মার্চ হেলডন ফায়ার হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপার্সন জন কারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিনেটর নেলী পো, এ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি, প্যাসাইক কাউন্টি সারোগেট জাজ জোয়লা ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিক, প্যাসাইক কাউন্টি কমিশনার প্যাট লেপোরি, কাউন্টি কমিশনার জন বার্টলেট, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ, প্রসপেক্টপার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, কাঊন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ , কাউন্সিল ওম্যান এ্যাট লার্জ ডঃ লিসা মিমস, কাউন্সিল ওম্যান রুবি কটন, কাউন্সিল ওম্যান এস্টার পেরেজ।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে ৩৬ জন নারীকে সন্মাননা প্রদান করা হয়।

এছাড়া বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী উর্মি নুসরাত কানাডার টরন্টোতে বসবাস করছেন এবং সেখানে সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির Channel 52 এর একজন উপস্থাপিকা হিসেবে আছেন। পেশায় একজন আর্লি চাইল্ড এডুকেটর হিসেবে কর্মরত আছেন স্কুল বোর্ডে। বাংলাদেশের আদিবাসী এবং ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন একজন আর্লি চাইল্ডহুড শিক্ষিকা হিসেবে। প্রবাসে বাংলাদেশী সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইভেন্ট ইউ এস এ এন্টারটেইনমেন্ট এ পদক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারের নারী দিবস সন্মাননা পদক অনুষ্ঠান আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিলো প্যানেল আলোচনায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সংযোজন।

অনুষ্ঠানে পদক বিতরণ শেষে বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনাগুলো ছিলো উপভোগ্য ও প্রশংসনীয়।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ইভেন্ট ইউ এস এ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ পদক অনুষ্ঠানটি উত্তর আমেরিকার বাংলাদেশী সম্প্রদায়ের সাথে অন্যান্য বহু ভাষাভাষী সম্প্রদায়গুলোর মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সেতুবন্ধনের নিয়ামক হিসেবে কাজ করছে এবং তা আমেরিকান মেইনস্ট্রীম প্রশাসন তথা সবার কাছে বিশেষ প্রশংসা ও নির্ভরতা অর্জন করেছে।