আইনি জটিলতায় পড়লেন বলিউডের আলোচিত সিনেমা ‘দ্যা কাশ্মীরি ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার নামে ‘সমকামিতা’ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মামলা করেছে এক তরুণ।

‘ভোপালি মানে সমকামী’ -এমন মন্তব্যের জন্য মুম্বাইয়ের ভার্সোভা থানায় এই নির্মাতার নামে মানহানি ও অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ভারতীয় সাংবাদিক তথা তারকাদের পিআর ম্যানেজার রোহিত পাণ্ডে। তিনি তার আইনজীবী আলী কাশিফ খান দেশমুখের মাধ্যমে থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিযোগে রোহিত জানিয়েছেন, তার রাজ্য ভোপালকে নিয়ে এক সাক্ষাৎকারে অপমানজনক মন্তব্য করেছেন নির্মাতা।

সেখানে তিনি ‘ভোপালি মানে সমকামী’ বলে দাবি করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীরি ফাইলস’ সিনেমাটি ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ১৫ কোটি বাজেটের সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই আয় করে নিয়েছে ২০০ কোটি রুপি!

 

 

কলমকথা/ বিথী