এখনও জামিন পান নাই বলিউড বাদশাহ শাহরুখপূত্র আরিয়ান খান। বারবার পিছিয়ে গতকাল (২৬ অক্টোবর) জামিনের শুনানি থাকলেও তা পিছিয়ে যায় একদিন। তাই আজ বুধবার (২৭ অক্টোবর) ফের শুনানি হবে এবং দুপুরে এ ব্যাপারে রায় দিতে পারেন আদালত। এদিকে শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর।
প্রতি বছর জমকালো আয়োজনে পার্টির আয়োজন থাকলেও এ বছর কোন পার্টিই হচ্ছে না। এছাড়াও ছেলের চিন্তায় নিজের জন্মদিনের কথা ভুলে থাকতে চান বলিউড বাদশাহ। তাই ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আজ জামিন না পেলে এ বছর কোন ধরণের অনুষ্ঠান আয়োজন করা হবে না ‘মান্নাত’ এ। শাহরুখ নিজেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছে। তাই ভক্তরা সবাই মুম্বাই হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।