এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাদের সুখী দাম্পত্য জীবন সিনেমার গল্পকেও যেন হার মানায়। শোবিজ অঙ্গনে যেখানে কথায় কথায় বিচ্ছেদ, সেখানে এই জুটি ব্যতিক্রম এবং প্রশংসনীয়। আজ তাদের দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ হলো। অভিনয় করতে গিয়েই দুজনের প্রেম।
তারপর বিয়ে। ১৯৯৪ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান। বিশেষ এই দিনে নাঈম-শাবনাজ ফেইসবুক পেইজে দুটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন: ‘আলহামদুলিল্লাহ্, একসাথে পথ চলার ২৭টি বছর পার করলাম। সুখ, দুঃখ, আনন্দ, ত্যাগ, ভালবাসা মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানসিকতা ও আল্লাহর রহমতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন।’ ১৯৯১ সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়।
এরপর রূপালি পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন। নাঈম-শাবনাজ অতিনীত অধিকাংশ সিনেমাই ছিল ব্যবসা সফল। এ জুটির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’। এই জুটির সবশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’। এরপর নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে যান দুজন। বর্তমানে নাঈম ব্যস্ত আছেন পারিবারিক ব্যবসা নিয়ে, শাবনাজ সংসার নিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।